সীমান্তিক

Shimantik

সর্বশেষ:

History

দেশের প্রান্তসীমায় সুরমা কুশিয়ারা বিধৌত জকিগঞ্জ ও কানাইঘাট এর অবস্থান। উক্ত উপজেলাদ্বয়ের একটি বিশেষ কেন্দ্র কালিগঞ্জবাজার। এ বাজারকে কেন্দ্র করে নবজাগরণের ঢেউ। যুব সমাজের নেতৃত্বে সামাজিক সাংস্কৃতিক ও অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে এ জাগরণে আমাদের সমাজ প্রগতির জন্য অপরিহার্য্য।ভৌগোলিক অবস্থানজনিত কারনে এক কালের সমৃদ্ধশালী জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলাদ্বয় শহরের সাথে যোগাযোগ ব্যবস্থা থেকে দুরে পড়ে যায়। ফলেতু আজ আধুনিক সমাজ সভ্যতার প্রগতির আলো ক্ষীণতম ভাবেও এ এলাকায় পৌঁছেনি। উপনিবেশিক আমলের প্রশাসনিক ব্যবস্থার ঐতিহ্য নিয়ে আজও এলাকাগুলো পরিচালিত হচ্ছে। লাখো শহীদদের রক্তদান ও কোটি মানুষের সীমাহীন ত্যাগের ফলে একাত্তর সালের অর্জিত স্বাধীনতার স্বাদ মানুষের ঘরে ঘরে পৌঁছে দেয়ার জন্য আমাদের অর্থনৈতিক , সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে একটি বিপ্লবাত্নক পরিবর্তন প্রয়োজন। এ পরিবর্তনে প্রশাসনিক পরিবর্তনও সূচিত হবে।

স্বাধীনতার কাঙ্খিত পথে ইস্পাত কঠিন ঐক্য নিয়ে এগিয়ে যাওয়ার লক্ষ্যে এলাকার সচেতন যুব সমাজ একটি সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক উন্নয়ন এবং জনকল্যানমূলক সংগঠন প্রতিষ্ঠার প্রয়োজন অনুভব করেছে। সচেতন যুব সমাজের এ প্রয়াস থেকেই “সীমান্তিক” প্রতিষ্ঠিত হয়।